নিউজ ডেস্ক , ৩ ডিসেম্বর : রাজ্য সরকারের ওপর আস্থা হারিয়ে লোকসভা নির্বাচনের আগে নিজেদের দাবি দাওয়া সুনিশ্চিত করতে সরব হল প্রশিক্ষণপ্রাপ্ত বিপর্যয় মোকাবিলা কর্মীরা। কাজের সুনিশ্চিতকরণ সহ একাধিক দাবিতে রবিবার বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন ওয়েস্ট বেঙ্গল ডিজেস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মেয়ে, সন্ধান চেয়ে পুলিশের দ্বারস্থ অসহায় মা
রবিবার বালুরঘাটে সুকান্ত মজুমদারের নিজস্ব বাড়িতে দেখা করেন সংগঠনের রাজ্য নেতৃত্ব। পাশাপাশি সাংসদের হাতে তুলে দেন নিজেদের দাবিপত্র। আন্দোলনকারীদের দাবি তারা বেশিরভাগই বিপর্যয় মোকাবেলার প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু তাদেরকে প্রয়োজনীয় কীট দেওয়া হচ্ছে না। এনিয়ে একাধিকবার আন্দোলন করেছেন। বিভিন্ন জায়গায় নিজেদের দাবি দাওয়া জানিয়েছেন।
মাতৃযান ধর্মঘটের জেরে বিপাকে প্রসূতী মায়েরা
কিন্তু কোন লাভ হয়নি। এদিকে সুকান্ত মজুমদার বলেন, যখন বিপর্যয় মোকাবিলা করার প্রয়োজন হয় তখন নজরে আসে সেই জায়গায় সিভিক ভলিন্টিয়ারদের নিয়োগ করা হয়। বৈজ্ঞানিক ভাবে তাদের এনিয়ে কোন প্রশিক্ষণ নেই। অথচ সেই সময় বিপদের মোকাবেলার দ্বারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কাজ দেওয়া হয় না। যারা এ নিয়ে আন্দোলন করেন তাদেরকে বেশি বেশি কাজ দেওয়া হয় না। তাই তারা আমার কাছে এসেছেন। তিনি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনবেন।