নিউজ ডেস্ক , ০৩ ডিসেম্বর : বিবাহ বিচ্ছেদের পর থেকেই মানসিক ভারসাম্যহীন মেয়েকে শেকলবন্দি করে রাখতেন মা। কিন্তু সেই শেকল খুলে দেওয়ার পরিবারের অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে প্রায় দশদিন ধরে নিখোঁজ মেয়ে। মেয়ের সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ অসহায় মা।
মালদার হরিশ্চন্দ্রপুর থানার ডুমরিয়া গ্রামের বাসিন্দা তাজকেরা বিবির মেয়ে রাকেয়া খাতুনের তিন বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। সেই বিচ্ছেদের জেরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাকেয়া।অভাবের সংসারে সাধ্যমতো চিকিৎসা করালেও মেয়ে সুস্থ হয়নি। ফলে মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো, যাতে কোথাও চলে না যায়। দিনবারো আগে মেয়ের চিৎকারে শেকল খুলে দিয়েছিলো তাজকেরা বিবি।এরপর ওষুধ নিতে দেওয়ার নাম করে সকলের অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় রাকেয়া। আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোন সন্ধান মেলেনি। এবারে মেয়ের সন্ধান পেতে হরিশচন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছে অসহায় মা।