নিউজ ডেস্ক , কুমারগঞ্জ ১৮ সেপ্টেম্বর : চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে। মৃত যুবকের নাম ভজন সরকার (২৫)৷ তার বাড়ি কুমারগঞ্জের শাহজাদপুরে এলাকায়।
প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই কুমারগঞ্জের বরাহার এলাকায় স্থানীয় মানুষেরা হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে পথ অবরোধে নামে।পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই যুবককে সাপে কামড়ায়। সাথে সাথেই তাঁকে বরাহারে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হলেও সময়মতো তাঁর চিকিৎসা শুরুই হয়নি বলে অভিযোগ।
ঘটনায় রাতেই ওই যুবকের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দা ও আত্মীয়স্বজনরা মিলে এলাকায় পথ অবরোধ শুরু করেন। পরে কুমারগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।