নিউজ ডেস্ক , ৭ সেপ্টেম্বর : সিদ্ধিদাতা গনেশের আশীর্বাদে বদলে যাবে জীবন। সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সংসার। ভারতে হিন্দু দের কাছে গনপতি বাপ্পার জনপ্রিয়তা আকাশছোঁয়া। কিন্তু জানেন কি গণপতি বাপ্পা শুধু ভারতীয়দের নয়, একটি অন্য দেশের টাকায় রয়েছে গণেশের ছবি।
মনে করা হয়, বিশ্বজুড়েই হিন্দুরা গণেশকে পুজো করেন। ইন্দোনেশিয়ার টাকায় রয়েছে গণেশের ছবি। যদিও সে দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা মুসলিম সম্প্রদায়ের। ৮৭.৫ শতাংশ জনসংখ্যা মুসলিম, অন্যদিকে ৩ শতাংশ মাত্র হিন্দুদের বাস।
এই দেশের ২০ হাজার টাকার নোটে রয়েছে গণেশের ছবি। আসলে, ইন্দোনেশিয়াতে গণেশকে বিদ্যা, শিল্প ও বিজ্ঞানের দেবতা হিসেবে পুজো করা হয়। ইন্দোনেশিয়ার নোটের সামনের দিকে প্রথমে গণেশ এবং পিছনে রয়েছে ক্লাসরুমের ছবি। সেটি শিক্ষক ও পড়ুয়াদের জন্যই রাখা হয়েছে।
সেই সঙ্গে ওই নোটটিতে সে দেশের প্রথম শিক্ষামন্ত্রী হাজার দেবেন্ত্রার ছবিও রয়েছে। তাকে ইন্দোনেশিয়ার স্বাধীনতার নায়ক বলেই মনে করেন দেশবাসী। মনে করা হয় কিছু বছর আগে অর্থনীতিতে মন্দা আসলে টাকাতে গণেশের মূর্তি ছাপানো হয়। এবং তখন থেকেই দেশের অর্থনৈতিক উন্নতি শুরু হয়।
আরও পড়ুন : বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির ট্রামকার্ড সুশান্ত