নিউজ ডেস্ক , ৭ সেপ্টেম্বর : ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অনেক আগেই। এনিয়ে রাজপরিবারের সঙ্গে অনেক ভুল-বোঝাবুঝি ও চাপানউতোরও কম হয়নি। কিন্তু তবুও এই দম্পতিকে আর রাজ দরবারে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।তারা নিজ সিদ্ধান্তে অটল ছিলেন। মেগান এখন কানাডা এবং যুক্তরাষ্ট্রে বেশি সময় কাটাচ্ছেন। ভবিষ্যতে কী করতে চাইছেন তা নিয়েও জল্পনাকল্পনা তুঙ্গে। এ নিয়ে অবেশেষে মুখ খুলেছেন মেগানের এক এজেন্ট। ওই এজেন্টের দাবি যদি সত্যি হয়, তবে হয়তো শিগিগরই ‘রাজবধূ’ মেগানকে দেখা যাবে ‘রাজনীতিক’ মেগান হিসেবে।
তার আরও বক্তব্য, এখনও পর্যন্ত মেগান প্রত্যক্ষ রাজনীতিতে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ঠিকই, তবে তিনি রাজনীতিতে যেতে পারেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হবার অধিকারও তার রয়েছে। তিনি অত্যন্ত বড় মাপের সেলিব্রিটি হওয়ায় রাজনীতিতে পা রাখলে খুব সহজেই জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ৩৯ বছর বয়সি ডাচেস অব সাসেক্স হয়তো অতি দ্রুত এ ব্যাপারে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন ভক্তদের। বিশ্ব বিখ্যাত পত্রিকা “দ্য গার্ডিয়ান” জানাচ্ছে, আসলে ভক্তদের ‘সারপ্রাইজ’ দিতে চান মেগান।
আরও পড়ুন : জানেন কি ভারত ছাড়াও মুসলিম অধ্যুষিত একটি দেশে জনপ্রিয় সিদ্ধিদাতা গনেশ