রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পেলেন রোহিত শর্মা সহ ৪

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর বয়সে অভিষেক হয়েছিলো তার। ভারতীয় ক্রিকেটের ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন রোহিত শর্মা। তার চমকপ্রদ ব্যাটিং নজর কেড়েছে সকলের।

এবছর রাজীব গান্ধী খেলরত্ন সম্মানের জন্য বিসিসিআই এর মনোনয়ন করে রোহিত শর্মার নাম। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের স্পোর্টস কমিটির পাঠানো নামেই মান্যতা দিল। ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা ২০২০ সালের রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন। শুধু রোহিত শর্মা নয়, রেসলার ভিনেশ পোগাট, টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা ও প্যারা অলিম্পিয়ান মারিয়াপ্পান থাঙ্গাভেলুও পাচ্ছেন এই সম্মান। একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৫০ রানের কোটা অতিক্রম করে রেকর্ড গড়েন রোহিত শর্মা। ১৩ নভেম্বর, ২০১৪ তারিখে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত খেলায় তিনি ব্যক্তিগত ২৬৪ রান সংগ্রহ করেন। এছাড়াও একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি ওডিআই ক্রিকেটে দুইবার ডাবল সেঞ্চুরি করেন। ক্রিকেটে তার এই কৃতিত্বের জন্যই খেলরত্ন সম্মান পাচ্ছেন হিটম্যান। রেসলার ভিনেশ ফোগাট ২০১৮ কমনওয়েলথ গেমসে ছিলেন এবং ২০১৯ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতে ছিলেন। প্যারা অলিম্পিয়ান থাঙ্গা ভেলু ২০১৬ প্যারা অলিম্পিকে টি -৪২ হাই জাম্প বিভাগে সোনা জিতেছিলেন। টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা ২০১৮ কমনওয়েলথ গেমসে দুটি সোনা একটি ব্রোঞ্জ ও একটি রূপো জিতেছিলেন। এছাড়াও ২০১৬ সাউথ এশিয়ান গেমসে তিনটি সোনা রয়েছে এই টেবিল টেনিস তারকার।

Next Post

ভাইস চেয়ারম্যানের হস্তক্ষেপে উঠলো সাফাইকর্মীদের কর্মবিরতি

Tue Aug 18 , 2020
নিউজ ডেস্ক,রায়গঞ্জ : রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের হস্তক্ষেপে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার করে নিলো রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি। উল্লেখ্য বেতন বৃদ্ধির দাবী ও প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে গত ১০-ই আগস্ট থেকে সরকারী অফিসগুলিতে কর্মবিরতি শুরু করেন সাফাই কর্মীরা। কিন্তু প্রশাসন দাবী না মানায় মঙ্গলবার থেকে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম