নিউজ ডেস্ক ,৪ফেব্রুয়ারি : রাজ আমল থেকে কোচবিহার বিমান বন্দরে বিমান পরিষেবা চালু থাকলেও ৯০ এর দশকে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর কোচবিহারের মানুষের দাবি মেনে একাধিকবার এই বিমান পরিষেবা চালুর উদ্যোগ নিলেও বর্তমানে এই বিমান পরিষেবা বন্ধ রয়েছে। এরইমধ্যে গাজোলে এক সরকারী সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে কোচবিহার বিমানবন্দর চালু হওয়ার। ঠিক তারপরই শুক্রবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পরিদর্শনের পর নিশীথ প্রামাণিক জানান- “কেন্দ্রীয় সরকারের যে উড়ান স্কিম রয়েছে সেই স্কিমের আওতায় আমরা কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু করতে চলেছি। আমেদাবাদের একটি বিমান সংস্থা ” ইন্ডিয়া ওয়ান এয়ার ” সংস্থা প্রতিদিন একটি করে বিমান ভুবনেশ্বর থেকে জামশেদপুর, জামশেদপুর থেকে কলকাতা, কলকাতা থেকে কোচবিহার বিমান পরিষেবা দেবে। পরবর্তীতে বিমানের সংখ্যা বাড়ানো যায় তার চেষ্টা আমরা করব।আমরা এ মাসের ১৫ তারিখে এই বিমান পরিষেবা চালু করতে চলেছি।
এদিকে ” ইন্ডিয়া ওয়ান এয়ার ” এর সিইও অরুন কুমার সিং জানিয়েছেন, আমেদাবাদের বিমান সংস্থা ” ইন্ডিয়া ওয়ান এয়ার ” সংস্থা প্রতিদিন একটি করে বিমান ভুবনেশ্বর থেকে জামশেদপুর, জামশেদপুর থেকে কলকাতা, কলকাতা থেকে কোচবিহার বিমান পরিষেবা দেবে। পরবর্তীতে বিমানের সংখ্যা বাড়ানো যায়
এই বিমান চলাচলে প্রথম তিন মাস বিমান ভাড়া পড়বে ৯৯৯ টাকা। আপাতত ৯ সীটেই চলবে এই বিমান পরিষেবা।
এ বিষয়ে কোচবিহার ডিস্ট্রিক্ট চেম্বার ও কমার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রাজেন্দ্র বই জানান যে আমরা অত্যন্ত খুশি যে কোচবিহার রে এয়ারপোর্ট চালু হচ্ছে তাতে ব্যবসা-বাণিজ্যর আরো ভালো হবে এবং সবসময় এই বিমান পরিষেবা চলে সেজন্য আমরা আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং শুধু ন’ সিটার বিমান নয়, আগামী দিনে আরো বড় বিমান যেন নামে সেদিকেও আমরা আস্থা রাখবো