নিজস্ব সংবাদদাত, রায়গঞ্জ, ৪ সেপ্টেম্বর : মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ঘড়িয়াল। শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ ব্লকের ভিটিয়ার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে “শুক্রবার সকালে নদীতে মাছ ধরছিলেন কয়েকজন মৎস্যজীবী।
আচমকাই নাগর নদীর জলে ঘড়িয়ালটিকে দেখতে পান তারা। এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে গ্রামবাসীরা ভীড় জমান নদীর ধারে। এরপর কয়েকজন মৎস্যজীবী জাল দিয়ে ঘড়িয়াল টিকে নদী থেকে টেনে তোলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। বনদপ্তরের কর্মীরা এলে ঘড়িয়ালটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন – জেনে নিন সাইলেন্ট মোডে অন করা ফোন খুঁজে পাওয়ার কৌশল