ডিজিটাল ডেস্ক : গুরুত্বপূর্ণ কাজের সময়ে অনেকেরই মোবাইল ফোন সাইলেন্ট মোডে অন করা থাকে। কাজের তালে ফোন কখন কোথায় রাখেন তা ভুলে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও ফোন পান না ঠিক কোথায় আছে৷ স্বাভাবিকভাবেই সাইলেন্ট মুড অন করা থাকায় অন্য কারো ফোন থেকে কল করেও ফোনের হদিশ মেলে না।
এই পরিস্থিতিতে কী করণীয় তা বাতলে দিচ্ছে বিশেষজ্ঞরা। আসুন জেনে নিই কী সেই পদ্ধতি যা অনুসরণ করলে অনায়াসেই পেয়ে যাবেন আপনার সখের মোবাইল ফোন….
বিশেষজ্ঞরা বলছেন, প্রথমেই আপনি অন্য কোন মোবাইল হ্যান্ড সেট বা কম্পিউটারে গুগুল অন করুন। সেখানে সার্চ ইঞ্জিনে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’। এরপর গুগল অ্যাকাউন্ট বা আপনার মোবাইলে যে ব্যবহার করা জি-মেইল রয়েছে সেটি সাইন ইন করুন।দেখবেন গুগুল আপনার মোবাইলের লোকেশন দেখাবে। স্কিনের উপরে এমন একটি অপশন আসবে যেটির মাধ্যমে আপনি ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজারটি অন করে দিতে পারবেন। এখান থেকে পাওয়া যাবে ফোনের রিং টোনের অপশনও। এবার কল করলে ওই হারিয়ে যাওয়া ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। ফোনে গুগুল একাউন্ট না থাকলে পরিশ্রম সবই জলে যাবে। ফোন খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠবে।