প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা, দহনে পুড়ছে উত্তর থেকে দক্ষিন,

আরসিটিভি সংবাদ :চৈত্রের শেষলগ্নে আরও বাড়বে দহনজ্বালা। রাজ্যের পাশাপাশি গোটা দেশেই বাড়ছে উষ্ণতা। আবহাওয়া দফতর সূত্রের খবর, এ রাজ্যে চৈত্র সংক্রান্তি ও ১লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬-৭টি জেলায় অস্বাভাবিক ভাবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরী হবে।

আরও পড়ুন – স্কুল চলাকালীন উপড়ে পরল একটি প্রাচীন সুবিশাল বটগাছ

 

একই ছবি উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের ২ দিনাজপুর ও মালদা জেলাতেও গরমের দাপটে নাজেহাল সাধারন মানুষ। আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রায়গঞ্জ শহর জুড়ে সকাল ৯ টার পর থেকে শুরু হয়ে যাছে দাবদাহ। প্রবল গরমের চোটে দুপুর ১২ টার পর রাস্তা ঘাট প্রায় ফাঁকা। যারা বেরোচ্ছেন বেশীরভাগ মানুষ ছাতা ব্যবহার করছেন। জল খাচ্ছেন অনবরত। কিন্তু তারপরেও কমছে না দহন জ্বালা। সাধারন মানুষ বলছেন, গত বারের তুলনায় এবারে এখনই যেহারে গরম বাড়ছে তাতে আগামীতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এখনই ছাতা ছাড়া দিনের বেলায় বের হলে মানুষ অসুস্থ হয়ে পরছেন।

 

আরও পড়ুন – ফের রায়গঞ্জ শহরে উদ্ধার আগ্নেয়াস্ত্র

 

অন্যদিকে এই গরম থেকে শরীর কে সুস্থ রাখতে আখের রসের দোকানে ভীড় বাড়ছে। প্রচুর পরিমানে আখের রস বিক্রি হচ্ছে। এদিকে গরমে কষ্ট হলেও রসের বিক্রি বেড়ে যাওয়ায় কিছুটা লক্ষ্মীলাভে আশাবাদী রস বিক্রেতা।কিন্তু এই গরম থেকে বাঁচতে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন? আমরা কথা বলেছিলাম চিকিৎসক রাহুল বিশ্বাসের সাথে। তিনি জানান,
* প্রচুর পরিমানে জল পান করতে হবে।

* বারে বারে শরীর থেকে ঘাম মুছতে হবে।

* দুপুরের সময়ে খুব ও্রয়োজন না হলে বাইরে না বেরোনই ভালো।

* দিনের বেলায় ছাতা নিয়ে বেরোতে হবে।

* গরম হাওয়া এড়াতে নাক মুখ ঢেকে রাখা উচিত।

এখন কতদিনে এই উষ্ণ পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

Next Post

দুর্নীতি ইস্যুতে কড়া আক্রমণ তৃণমূলকে

Wed Apr 12 , 2023
আরসিটিভি সংবাদ : পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত না হলেও কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। বুধবার বাঁকুড়ায় যখন সভা করে কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন উল্টোদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সভা থেকে পালটা রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম