রায়গঞ্জে বিপুল শব্দবাজি বাজেয়াপ্ত পুলিশের, গ্রেফতার ১

রায়গঞ্জে বিপুল শব্দবাজি বাজেয়াপ্ত পুলিশের, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৯ নভেম্বর :  সামনে কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি। কিন্তু করোনা আবহের মধ্যে এবারের দীপাবলি উৎসব সমস্ত রকমের শব্দবাজি বা আতশবাজি ফাটানো নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্য জুড়ে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন৷

আতশবাজির বিরুদ্ধে জেলায় জেলায় চলছে পুলিশি অভিযান ও ধরপাকড়। এরই অঙ্গ হিসেবে রবিবার গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে তার দোকান তথা বাড়ি থেকে উচ্চ ডেসিবেলের ১৩৫৭ প্যাকেট “বুড়িমা চকোলেট বোম” বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য দিন কয়েক আগে রায়গঞ্জের বিবেকানন্দ মোড় সহ অন্যান্য এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালায় পুলিশ৷ ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয়েছিল বিপুল পরিমাণ আতশবাজি৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মত আসন্ন কালী পুজো, দীপাবলি উৎসব ও ছট পুজো নির্বিঘ্নে রাখতে তৎপর রয়েছে রায়গঞ্জ পুলিশ জেলা। নিষিদ্ধ শব্দবাজি ও অাতশবাজি বিরুদ্ধে এধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Next Post

ফল ঘোষণার একদিন আগেই তেজস্বী যাদবকে ভাবী মুখ্যমন্ত্রী উল্লেখ করে পোস্টার পড়ল পাটনায়

Mon Nov 9 , 2020
নিউজ ডেস্ক , ০৯ নভেম্বর :  নির্বাচনের ফল ঘোষণা করতে এখনও অনেক সময় বাকি। তার আগেই আর জে ডি মহাজোটের নেতা তেজস্বী যাদবকে ভাবী মুখ্যমন্ত্রী উল্লেখ করে পোস্টার পড়ল পাটনায়। এনিয়ে আলোড়ন ছড়িয়ে রাজনৈতিক মহলে। যদিও তেজস্বী যাদব দলের নেতা কর্মীদের সংযত থাকতে নির্দেশ দিয়েছিলেন আগেই। উল্লেখ্য করোনা আবহে ২৪৩ […]

আপনার পছন্দের সংবাদ