ডিজিটাল ডেস্ক : করোনা অতিমারীর আবহেই আবার নতুন অজানা রোগ ? ওড়িশার মালকানগিরিতে এই অজানা রোগেরই শিকার স্থানীয় জনজাতির সদস্যরা। গত ৩ মাসে এই জেরে মারা গেছেন ১০জন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোগের প্রাথমিক উপসর্গ শরীর ফুলে যাওয়া। তারপর খাওয়ার প্রতি অনীহা। ফলে অপুষ্টির কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে রোগীর শরীর।
ধীরে ধীরে তারা অনেকে মৃত্যুর কোলেও ঢলে পড়ছে। মালকানগিরির এলাকার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পি. কে. নন্দ জানিয়েছেন, ১৪ জন গ্রামবাসীকে হাসপাতালে ভর্তি রেখে তাঁদের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। তাঁর দাবি, অসুস্থদের মধ্যে কেউ রক্তাল্পতায় ভুগছেন, আবার ম্যালেরিয়াতেও আক্রান্ত হয়েছেন অনেকে। আবার ইউরিয়া মেশানো দেশি মদ পান করার ফলে কয়েক জনের পেট ও পা ফুলে গিয়েছে।
পুষ্টি বিশারদদের মতে, মালকানগিরির জনজাতিদের মধ্যে অপুষ্টিজনিত কারণে মৃত্যুর হার বেশি।
চতুর্থ জাতীয় স্বাস্থ্য সমীক্ষার রিপোর্ট বলছে, ওই অঞ্চলে অপুষ্টির হার ৫১.৮ শতাংশ, যা রাজ্য গড়ের চেয়ে অনেক কম। অসুস্থতা ও অকালমৃত্যু ঠেকাতে প্রয়োজন ভিটামিন ও খনিজযুক্ত পরিমিত আহার। লকডাউনের কারণে সেই খামতি এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ম্যালেরিয়ার নিত্য প্রকোপে জনজাতিগুলির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও মাত্রাতিরিক্ত হ্রাস পেয়েছে। তবে শুধু কি তাই? অন্য রকম কোনো রোগ নয় তো? এই সব ভেবেই সিদূঁরে মেঘ দেখছেন চিকিৎসকেরা।