নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ৯ সেপ্টেম্বর : নির্মাণ শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদ আন্দোলনে নামল কনস্ট্রাকশন ওয়াকার্স ফেডারেশন অফ ইন্ডিয়া। বুধবার গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত শ্রম দপ্তরের অন্তর্ভুক্ত লেবার কমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তারা৷ সংগঠন নেতৃত্বের অভিযোগ
১৯৯৬ সালে শ্রমিক কল্যাণ পর্ষদ নামে যে প্রকল্প চালু করা হয়েছিল তা বর্তমানে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং যে সমস্ত আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে না৷ উল্টো শ্রমিক কল্যাণ পর্ষদের আর্থিক তহবিলের টাকা অন্য খাতে ব্যয় করা হচ্ছে৷ এতে করে নির্মাণ শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ও লকডাউন পরিস্থিতিতে ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে৷
আরও পড়ুন – পারিজাত, মাগুরশালের মতো চালের স্বাদ ফিরতে চলেছে । সৌজন্যে ফিয়াম