নিউজ ডেস্ক , ৪ সেপ্টেম্বর : করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৬ শে মার্চ থেকে বন্ধ পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন। এতদিন পর ফের বসতে চলছে অধিবেশন। তবে প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন করে অধিবেশন বসবে বলে জানা গিয়েছে। আর এই অধিবেশনের আগে অ্যান্টিজেন টেস্ট হবে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশনের আগে ৮ তারিখে বিধানসভা জীবাণুমুক্ত করা হবে। পাশাপাশি বিধায়ক, সাংবাদিক, নিরাপত্তারক্ষী সহ সকল কর্মীদেরও কোভিড-১৯ পরীক্ষা হবে।
আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর এই টেস্টের দিন ঠিক করা হয়েছে। বিধানসভার মূল ফটকে করা হবে এই টেস্টের ব্যবস্থা। ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা ও ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হবে এই অ্যান্টিজেন টেস্ট। আধ ঘণ্টার মধ্যে টেস্টের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। যাঁরা নেগেটিভ হবেন, তাঁরাই শুধুমাত্র বিধানসভার মধ্যে ঢোকার অনুমতি পাবেন। আর যাঁদের রেজাল্ট নেগেটিভ আসবে না, তাঁদের সেখানে উপস্থিত স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ অনুযায়ী পদক্ষেপের কথা বলা হবে।
বিধানসভার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বিধায়কদের বসতে হবে। যারা বয়স্ক বিধায়ক তারা নিচের আসনে বসবেন এবং যারা কম বয়সের সদস্য রয়েছেন তারা বসবেন ওপরের ভিজিটারস গ্যালিরিতে ।
এবার বিধানসভার মধ্যে সমস্ত সাংবাদিক বন্ধুরা প্রবেশ করতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে। হাতেগোনা কয়েকটি সংবাদপত্র বা মিডিয়া হাউস ভেতরে প্রবেশ করতে পারবে । কারন জায়গা ছোট হওয়ায় ভিড় বেশি বাড়ানো যাবে না। তাই নির্দিষ্ট সংখ্যক মিডিয়া হাউজ বিধানসভায় প্রবেশ করতে পারবে বলে জানা গেছে ।
এই সময় বাইরে থেকে কোনও অতিথিও অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না বলেই জানা গেছে।