নিউজ ডেস্ক , ৩০ নভেম্বর : এক মহিলা হোটেল ব্যবসায়ীকে জমি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ দুই প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার প্রতিকার চেয়ে পুলিশের দ্বারস্থ অসহায় ওই মহিলা। ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে মালদার হরিশচন্দ্রপুরে।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মিউজিয়াম উদ্বোধন
জানা গিয়েছে, স্থানীয় কলমপাড়া এলাকায় দুর্গা টকিজ সিনেমা হলের পাশে প্রায় চারদশক ধরে একটি ভাতের হোটেল চালান উজ্জ্বলা দাস এবং তার বোনেরা। দুই শতক জমির উপরে রয়েছে ওই হোটেল। সরকারের কাছ থেকে ওই জমির পাট্টা পেয়ে ছিলেন উজ্জ্বলা দাসের বাবা অম্ভুনাথ দাস।ভূমি দপ্তরের কাছে উনার নামে সেই জমির রেকর্ডও রয়েছে । এমনকি হাইকোর্ট থেকে অনুমতি রয়েছে সেই জমি ব্যবহারের। এদিকে এই হোটেলের পাশে দুর্গা টকিজ সিনেমা হল বহুদিন ধরে বন্ধ। সম্প্রতি সেই সিনেমা হলের জমি কিনে নিয়েছেন বারদুয়ারির আশিশ ভগত এবং টিঙ্কু ভগত নামে দুই ব্যবসায়ী।
পকেটমারের কবলে এক ফেরিওয়ালা, খোয়া গেল নগদ তিরিশ হাজার টাকা
অভিযোগ এখন হোটেলের জমি দখল করার চেষ্টা করছেন তারা।তার জন্য প্রভাব খাটিয়ে হোটেলের নির্মাণকার্য বন্ধ রেখেছেন।সেই জমি বিক্রি করার চাপ দিচ্ছেন তাদের কাছে।রাজি না হলে জোরপূর্বক উচ্ছেদ করার হুমকি দেওয়া হচ্ছে।এদিকে প্রভাবশালীদের হুমকির জেরে দিশেহারা উজ্জ্বলা দাস এবং তার পরিবার।ভূমি দপ্তরের কাছে গিয়ে জানতে পেরেছেন জমির সব কাগজপত্র সঠিক ভাবেই রয়েছে। তারপরেও কিভাবে তাদের উচ্ছেদ করার হুমকি প্রদান করা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।হরিশ্চন্দ্রপুর থানায় এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন উজ্জ্বলা দেবী। অন্যদিকে উজ্জ্বলা দেবীকে উচ্ছেদের চেষ্টার ঘটনায় সরব হয়েছে স্থানীয় ব্যবসায়ীরাও।