নিউজ ডেস্ক , ২৩ নভেম্বর : পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের।বুধবার রাতে দুটি দুর্ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারে। এদিন রাত ৯টা নাগাদ ইটাহারের ৩৪ নম্বর জাতীয় সড়কের শ্যামা পল্লী এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় গৌরাঙ্গ সোরেন ( ৪০) নামে এক ব্যক্তি জাতীয় সড়কের ধারে নির্মাণ কাজের জন্য রাখা বালির স্তূপের পাশে বাইকের চাকা পিছলে যায় পড়ে যান।সেই সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
শহরে দূর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই স্কুলবাস
অন্যদিকে, এই দিনই রাত সাড়ে ৯টা নাগাদ স্থানীয় কাপাসিয়া অঞ্চলের মানাই নগর এলাকায় চাঁচল – ইটাহার রাজ্য সড়কে ধারে এক মোটরবাইকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক অনুমান, কোনো গাড়ির ধাক্কাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত বাইক আরোহীর নাম ইউনুস আলী (৩২)। সে বাইকে চেপে মানাই নগর থেকে কাপাসিয়া এলাকায় যাচ্ছিলেন।খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে রায়গঞ্জ জেলা হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।