নিউজ ডেস্ক , ২৩ নভেম্বর : স্কুলে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে স্কুলবাস। অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দূর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের চন্ডীতলা বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের উপরে। জানা গিয়েছে, রোজকার মত এদিন পড়ুয়া নিয়ে এদিন সেন্ট জেভিয়ার্স স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি।
রায়গঞ্জে শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার জামাইবাবু
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় দাঁড়িয়ে ছিল অপর একটি যাত্রীবাহী বাস। সেকারনে বাসটির পেছনে আচমকাই একটি ডাম্পার সজোরে ব্রেক কষে। ডাম্পারটির পেছনে ছিল স্কুলবাসটি। ফলে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা খায় পড়ুয়া বোঝাই গাড়িটি। ঘটনায় ঐ গাড়ির চালক আহত হন। গাড়িটিতে প্রায় ৪০ জন পড়ুয়া ছিল। তাদের মধ্যে কয়েকজনের সামান্য লেগেছে বলে জানা যায়। চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এই দূর্ঘটনার জেরে রীতিমতন আতঙ্কিত পড়ুয়ারা।
পোষ্টার-ব্যানারে ঢেকেছে শহরের সৌন্দর্য্য
পরে তাদের অপর একটি গাড়িতে করে স্কুলে পাঠনোর ব্যবস্থা করা হয়।এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকদের একাংশ। তারাও রীতিমতন আতঙ্কিত। তারা জানান, এই দূর্ঘটনার পর অনেক বাচ্চাই স্কুলে যেতে ভয় পাচ্ছিল। পরে তাদের বুঝিয়ে পাঠানো হয়। অভিভাবকদের অভিযোগ, রায়গঞ্জ শহরে বেপরোয়া গাড়ি চালানোর প্রবনতা বাড়ছে। এর জেরে মাঝে মধ্যেই ঘটছে দূর্ঘটনা। এসব নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এরই পাশাপাশি অনেক পুরোনো গাড়িতেও পড়ুয়াদের বহন করে নিয়ে যাওয়া হয়।
গ্রাম্য বিবাদের জেরে সংঘর্ষ, আহত ২
সেক্ষেত্রে গাড়ির যন্ত্রাংশের সমস্যাও তৈরী হয় অনেক সময়। ফলে ঝুঁকি থেকেই যায়। তাই এক্ষেত্রেও নজর দেওয়া উচিত বলে দাবী অভিভাবকদের।এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ দূর্ঘটনাগ্রস্ত স্কুলবাসটিকে সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।