নিউজ ডেস্ক , ১১ ই নভেম্বর : ভর সন্ধ্যায় শহরের প্রানকেন্দ্রে গৃহবধূর গলার নলিকাটা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরজুরে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকায়। মৃতার নাম সুপ্রিয়া দত্ত। তার স্বামী দেবাশীষ দত্ত পেশায় জেলা পরিষদের ইঞ্জিনিয়ার পদে কর্মরত। দম্পতির একটি মাত্র ছেলে।
এদিন নির্দিষ্ট সময়ে অফিসে চলে যান দেবাশীষ বাবু। ছেলে যায় স্কুলে। সেসময় একাই ছিলেন সুপ্রিয়া দেবী। পরে সন্ধ্যায় প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়ি এসে দেখেন শোবার ঘরে স্ত্রীর রক্তাক্ত মৃত দেহ। দেবাশীষ বাবু বলেন, দুপুরে তার স্ত্রী ব্যাঙ্কে গিয়েছিলেন। কিছু টাকাও তুলেছিলেন। এরই মধ্যে এই ঘটনা। যে ঘরে মৃতদেহ রয়েছে তার পাশের ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। কি ভাবে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন না দেবাশীষ দত্ত।খবর পেয়ে ঘটনাস্থলে যান ওয়ার্ড কো-অর্ডিনেটরের প্রতিনিধি তথা তৃনমূল নেতা প্রীয়তোষ মুখার্জি। তিনি বলেন,”পুলিশ ঘটনার তদন্ত করবে। তবে এধনের ঘটনা উদ্বেগজনক। “তবে, ঘরের পরিস্থিতি দেখে প্রাথমিক ভাবে তদন্তকারিদের অনুমান ছিনতাইয়ে বাধা পেয়ে দুস্কৃতীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পরবর্তীতে এদিন ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশ কুকুর। পুলিশ কুকুর দিয়ে মৃতার বাড়িতে তল্লাশী চালান তদন্তকারিরা। এবিষয়ে সূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারিরা। পুরো ঘটনার তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিএসপি লিয়ং তামাং। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।