শারীরিক অবস্থা সংকটজনক হলেও চিকিৎসায় সাড়া বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

শারীরিক অবস্থা সংকটজনক হলেও চিকিৎসায় সাড়া বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

নিউজ ডেস্ক , ১২ অক্টোবর :  শনিবার বিকেল থেকেই ফের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সঙ্গে সঙ্গে ফের আইটিইউ -তে রাখা হয় তাকে। তবে করোনার সাথে লড়াই জারি রয়েছে তার। ওষুধে সাড়া দিলেও এই মুহূর্তে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে।

এমনকি প্রয়োজনে ভেন্টিলেশনে রাখা হতে পারে তাকে। রবিবার বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মানসিক অস্থিরতা ও উদ্বেগের পাশাপাশি সংক্রমণ রয়েছে বুকে, মাঝে মধ্যে জ্বরও হচ্ছে তার। শনিবার ও রবিবারে সৌমিত্র চট্টোপাধ্যায়কে মোট তিন ইউনিট প্লাজমা দেওয়া হয়। সোমবার দ্বিতীয় প্লাজমা থেরাপির পর আপাতত স্থিতিশীল তিনি। আজই মস্তিষ্কে মড়ী হওয়ার কথা রয়েছে। মূলত স্নায়ুর চিকিৎসা ও ফুসফুসকে সচল রাখার কাজ চলছে। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

Next Post

বিভিন্ন দাবীতে আন্দোলনে আশা কর্মীরা, ডেপুটেশন ব্লক স্বাস্থ্য দফতরে

Mon Oct 12 , 2020
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১২ অক্টোবর : পেনশনের ব্যবস্থা, নিরাপত্তা সুনিশ্চিত করা সহ ১২ দফা দাবির ভিত্তিতে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে ডেপুটেশন দিল আশা কর্মীরা। সোমবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ইটাহার ব্লক কমিটির পক্ষ থেকে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক মনুগোড়া ফেবরিট এক্কার কাছে এই ডেপুটেশন সহ স্মারকলিপি প্রদান করেন […]

আপনার পছন্দের সংবাদ