নিউজ ডেস্ক , ১৪ অক্টোবর : বহু প্রতীক্ষিত এম এস শ্রীপথি পরিচালিত ছবি ‘800’ এর মোশন পোস্টার মুক্তি পেলো বুধবার। শ্রীলঙ্কা র স্পিন লেজেন্ড মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক এটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এই অভিনেতা শ্রীলঙ্কার ক্রিকেটার এবং কোচ চরিত্রে অভিনয় করেছেন। পোস্টারে, অভিনেতা বিজয় সেতুপতিকে দেখে ক্রিকেটারের মুত্তিয়া মুরালিধরন ভেবে ভুল করতেই পারেন আপনি!
অদ্ভুত সাদৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে দুইজনের মধ্যে। অ্যানিমেটেড গ্রাফিক্সের মোশন পোস্টারে মুত্তিয়া মুরালিধরনের শৈশব, ক্রিকেট জীবন, পাশাপাশি ব্যক্তিগত জীবনে শ্রীলঙ্কা সিভিল ওয়ারের তিক্ত স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে। টেস্ট ম্যাচে মুরালিধরনের নেওয়া ইতিহাস গড়া উইকেটের সংখ্যাকে সম্মান জানাতে ছবির শিরোনাম দেওয়া হয়েছে ‘800’। ছবিটির কথা ভাবা হয়েছিলো জুলাই মাসে। এবছর রিলিজ করার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তা আগামী বছর করা হয়েছে। নিজের বায়োপিকে বিজয় সেতুপতি অভিনয় করায় আপ্লুত মুরলিধরন। অপরদিকে লেজেন্ড ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে পেরে খুশি সেতুপতিও।