নিউজ ডেস্ক , কুশমণ্ডি ১৮ সেপ্টেম্বর : দুপাশে চাষের জমি। আর তার মাঝ দিয়ে চলে গিয়েছে গ্রামীণ মাটির রাস্তা। সেই রাস্তা দিয়ে বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করতেন এতদিন। কিন্তু বৃষ্টিতে সেই রাস্তার অবস্থা বেহাল। জল আর কাদায় কার্যত দফারফা অবস্থা। চলাচল প্রায় বন্ধ। রীতিমতো হাল দেওয়া যাবে ওই রাস্তায়।
সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল মঙ্গলপুর থেকে রসুলপুর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তাটি। প্রতিবাদে রাস্তা সংষ্কার নিয়ে প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের কালিকামড়া গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার ৭৪ বছর কেটে গেলেও এখনও সংস্কার করা হয়নি গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রাস্তার ওপর নির্ভর করা প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষকে। বারবার প্রশাসনকে বলেও মেলেনি সুরাহা। আগামীতে ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের মঙ্গলপুর থেকে রসুলপুর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন থেকেই বেহাল হয়ে থাকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। বর্ষাকালে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় এই রাস্তা দিয়ে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে গ্রামবাসীদের কাছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা পরিমল চন্দ্র রায় বলেন, দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে রয়েছে। বেহাল ওই রাস্তা দিয়ে কোনরকম যানবাহন, ভুটভুটি, মোটরবাইক তো দূরের কথা, সাইকেল চালানোও সম্ভব হয় না।
কাদা জলে ভরা ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতে হয় এলাকার কয়েক’শ মানুষকে। অল্প বৃষ্টি হলেই রাস্তায় কাদা ও জল জমে যায়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রাস্তাটি সংস্কার না হওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাদের। এলাকার রাস্তা সংস্কারে বিভিন্ন জায়গায় দরবার করা হলেন কোন সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। রাস্তা সংস্কার না হলে আগামীতে ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকার বাসিন্দারা।