নিউজ ডেস্ক, ২৮ আগস্ট : কয়লা কান্ডের তদন্তে এবারে সস্ত্রীক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে।
১লা সেপ্টেম্বর রুজিরা এবং ৩ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি তিন আইপিএস অফিসারকেও তলব করা হয়েছে বলে জানা গেছে। দু’জনকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত নথি আনতে বলা হয়েছে। এদিকে ইডির তলবের খবরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিজেপি ষড়যন্ত্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছে। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছে বিজেপি বলেও অভিযোগ তাঁর। অন্যদিকে, আগামী ৮, ৯, ১০ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে আইপিএস সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং এবং শ্যাম সিংকে। অগস্ট মাসের শুরুতেও এই আইপিএসদের ডেকেছিল ইডি। কিন্তু ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে হাজির হননি এই তিন আইপিএস। তাই আবার নোটিশ পাঠানো হল তাঁদের।