নিউজ ডেস্ক , ২১ ডিসেম্বর : নাবালিকাকে ধর্ষনের অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায়। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্নজোড়া এলাকায়।
বেসরকারি বাসে হেনস্তার শিকার বিশেষভাবে সক্ষম মহিলা
নির্যাতিতার বয়স ১১ বছর। পরিবার সূত্রের খবর, গত সোমবার বাড়ি ফাঁকা ছিল। সেসময় অজয় সরকার নামের খলশীর এক যুবক বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে পালায় বলে অভিযোগ। অজয় পেশায় জেসিবি চালক। এরপর মেয়েটিকে ওষুধও দেয় অভিযুক্ত। বুধবার ঘটনার কথা প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছে পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবার জানায়, মেয়েটি প্রথমে কিছু জানায়নি। পরে তাকে জেরা করে বেড়িয়ে আসে সব তথ্য।
মুখ্যমন্ত্রীর দিল্লী সফরকে নাটক বলে কটাক্ষ শুভেন্দুর
ফোনের সূত্র ধরে অভিযুক্তের সাথে যোগাযোগ করা হয়। তার কঠোর শাস্তি চাইছে পরিবার। এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রশান্ত দাস।