নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৯ অক্টোবর : রেশন কার্ড রয়েছে। জমা দেওয়া হয়েছে জরুরি নথিপত্রও। কিন্তু মিলছে না রেশন। এমনই অবাক করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার ব্লকে। কেন রেশন পাচ্ছেন না গ্রাহকেরা? এনিয়ে ডিলারের সাফ বক্তব্য গ্রাহক তালিকায় নাম নেই ওই কেন্দ্রীয় সরকারের ডিজিটাল রেশন কার্ডধারীদের।। তাই তাদের নামে দ্রব্য সামগ্রী আর বরাদ্দ হবে না।
গ্রাহক তালিকায় নাম না থাকায় রেশন দ্রব্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে ইটাহার ব্লকের দাসপাড়া এলাকার প্রায় দুশো পরিবার। জানা গেছে ওই ডিজিটাল রেশন কার্ড কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত। কার্ড থাকা সত্ত্বেও অনেক পরিবারের নাম গ্রাহক তালিকায় না থাকায় রেশন দ্রব্য সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত পরিবার গুলি। শুক্রবার দাসপাড়া এলাকায় নিমাই মণ্ডল নামে এক গ্রাহক রেশন দোকানে এসে জানতে পারেন তাদের নাম গ্রাহক তালিকায় নেই। তাই এমাস থেকে তারা আর রেশন পাবেন না। নিমাই মণ্ডল বলেন, এতদিন কেন্দ্রীয় সরকারের ওই ডিজিটাল কার্ড দিয়েই রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র পাওয়া যেত কিন্তু হঠাৎ করে এই মাস থেকে কেন্দ্রীয় সরকারের ডিজিটাল রেশন কার্ড দিয়ে জিনিস পত্র আর পাওয়া যাবে না বলে রেশন ডিলার জানিয়েছে। পাশাপাশি সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও তার পরিবারের নাম কেন নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে রেশন ডিলার জানিয়েছে গ্রাহক তালিকায় নাম না থাকায় প্রায় দুশোজন ওই কার্ড দিয়ে আর রেশন সামগ্রী পাবে না। কারণ তাদের নামে খাদ্য সামগ্রী বরাদ্দ হবে না। এক্ষেত্রে তার কিছু করণীয় নেই।