নিউজ ডেস্ক , মালদা , ৪ সেপ্টেম্বর : করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে জরুরী ভিত্তিতে মালবাহী ট্রেন এবং হাতেগোনা দু’একটি যাত্রীবাহী ট্রেন চললেও বলতে গেলে প্রায় সমস্ত ট্রেনই বন্ধ হয়ে রয়েছে।
এর প্রধান কারণ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা। তবে এবারে রাজ্য সরকারের অনুমতি পেলে নতুন করে ট্রেন চলাচল শুরু করে দেবে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন মালদা ডিভিশনের ডি আর এম যতীন্দ্র কুমার৷
যাত্রীবাহী ট্রেন চলাচল কয়েকমাস ধরে বন্ধ হয়ে থাকায় রেলের রাজকোষেও ব্যাপক টান পড়েছে। যাত্রীবাহী ট্রেন না চলার কারণে ৮০ শতাংশ আর্থিক লোকসান দেখা দিয়েছে কোষাগারে৷ যাত্রীবাহী ট্রেন থেকে প্রতিদিন এই ডিভিশনে ৩৪ লক্ষ রোজগার হত, সেখানে মাত্র পৌনে চার লক্ষ টাকা আয় হচ্ছে৷ সেটাও সম্ভব হচ্ছে মালগাড়ির জন্য। মালগাড়ির ক্ষেত্রে মাত্র ৫ শতাংশ রোজগারে ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ট্রেন চলাচল নিয়ে কার্যত রাজ্যের কোর্টে বল ঢেলে দিল রেল কর্তৃপক্ষ৷
কারণ রাজ্যের মুখ্য সচিব চিঠি দিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে ট্রেন চলাচল বন্ধ রাখার আবেদন জানিয়েছেন। সেকারণেই রাজ্যে ট্রেন চলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন ডি আর এম৷ পাশাপাশি তিনি এও বলেন, হাওড়া জামালপুর সহ অন্যান্য ট্রেন চালাবার ব্যাপারে জেলাবাসীর পক্ষ থেকে বার বার অনুরোধ আসছে৷ এখন রাজ্য সরকার অনুমতি দিলে আমরা ট্রেন চলাচল শুরু করে দেব৷