নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৫ নভেম্বর : অবশেষে মানিকচকের গঙ্গা নদীগর্ভ থেকে উদ্ধার করা হলো আরো একটি ট্রাককে। সেই ট্রাক উদ্ধারের পাশাপাশি একটি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। যদিও এখনও পর্যন্ত গঙ্গাগর্ভে তলিয়ে যাওয়া বাকি ছয়টি ট্রাকের কোনরকম সন্ধান পাননি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মানিকচক ঘাট চত্বরে এখনো জোরকদমে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা । পাশাপাশি ঘাট চত্বরে উপচে পড়া ভিড় রয়েছে মানুষদের।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা নাগাদ মানিকচক ঘাট পার্শ্ববর্তী গঙ্গা নদীতে ভেসেল দুর্ঘটনা হয়। ঝাড়খণ্ডের রাজমহল থেকে পণ্য ট্রাকবোঝাই ভেসেল আসছিল মালদা মানিকচকে। মালদহের মানিকচক ঘাটে পৌঁছানোর আগেই ভেসেলের একদিকে রেলিং ভেঙে যায়। সঙ্গে সঙ্গে একদিকে কাত হয়ে যায় ভেসেলটি। বেশিরভাগ ট্রাকেই পাথরবোঝাই ছিল। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, মানিকচকের কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। রাতভর চলে নদীতে তল্লাশি অভিযান তবে অন্ধকারের কারণে দৃশ্যমানতা কম থাকায় সেভাবে তল্লাশি অভিযান চালানো যায়নি মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান এর গতি আনা হয়। ডুবুরি তল্লাশিতে একটি ট্রাকের জলের তলায় সন্ধান পাওয়া যায় সকালবেলা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা সকাল থেকে দীর্ঘক্ষণ চেষ্টা করেন ক্রেন দিয়ে সেটিকে জল থেকে তোলার। তবে বেশ কয়েকবার ব্যর্থ হন তারা। অবশেষে দুপুর নাগাদ ক্রেনের সাহায্যে একটি ট্রাককে জল থেকে তুলে আনেন তারা। দেখা যায় পুরো ট্রাকটি দুমড়ে-মুচড়ে রয়েছে।
পরবর্তীতেও রাতভর মানিকচকের গঙ্গা নদীর ঘাটে তল্লাশি অভিযান জারি রেখেছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। বুধবার দুপুর নাগাদ অত্যাধুনিক ক্রেনের সাহায্যে নদীতে তল্লাশিতে আরো একটি ট্রাক উদ্ধার এর পাশাপাশি একটি দেহ উদ্ধার করতে সক্ষম হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাইদুল শেখ। ঝাড়খণ্ডের উদুয়া এলাকার বাসিন্দা সে। ট্রাকে সহকারীর কাজ করতো সে। এদিন ট্রাকের কেবিনের মধ্যে থেকে উদ্ধার হয় তার দেহ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুটি ট্রাক উদ্ধার হলেও এখনো জলের তলায় রয়েছে ৬ টি ট্রাক। বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা এখনো নদীতে তল্লাশি অভিযান জারি রেখেছে। পাশাপাশি আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা জানতে নদীতে দ্রুততার সাথে তল্লাশি চালাচ্ছেন তারা। তবে অতি দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন হবে।