
নিউজ ডেস্ক: মাছ বাজারের নোংরা আবর্জনা সাফাই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়ালেন ব্যবসায়ীরা। ঘটনায় এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে মাছ বাজার চত্বরে।স্থানীয়দের অভিযোগ, মাছ বাজারে ব্যবসায়ীরা সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যবসা করলেও,ওই চত্বর পরিষ্কার না করেই চলে যায় ।ফলে নোংরা আবর্জনা জমে গিয়ে প্রচন্ড দুর্গন্ধ বেরোয় মাছ বাজার থেকে।
আরও পড়ুন সরকারি হাসপাতালে বৃদ্ধার করুন অবস্থা
বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই জেরবার স্থানীয়রা। এনিয়েও বৃহস্পতিবার স্থানীয়দের সঙ্গে বচসা বেঁধে যায় ব্যবসায়ীদের। এই দূর্গন্ধ থেকে বাঁচতে জনবসতিপূর্ণ এলাকা থেকে মাছবাজার অন্যত্র সরিয়ে নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা। এমনকী এবিষয়ে এদিন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালার সঙ্গেও দেখা করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন গলাকাটা অবস্থায় আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধার খুনের কারণ নিয়ে ধোঁয়াশা
অন্যদিকে ব্যবসায়ীরা দাবী করেছেন দীর্ঘ কয়েকদশক ধরে তারা ওই এলাকায় ব্যবসা করে আসছেন। তারা নিয়মিত দোকান ও বাজার চত্বর পরিষ্কার করে আসেন। তারপরও তাদের সঙ্গে অযথা অশান্তির আবহ তৈরি করছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এমনকী বুধবার রাতে বাজার চত্বরে থাকা কলটিও ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি বাইরে থেকে এসে বাজার চত্বরে আবর্জনা, নোংরা ফেলে রেখে যাওয়ারও অভিযোগ করেছেন তারা তবে এই মাছবাজার চত্বর নিয়মিত পুরসভার তরফে পরিষ্কার করা হয় বলে জানিয়েছেন পুরচেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা। তবুও কি নিয়ে সমস্যা হয়েছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
