
নিউজ ডেস্ক, ২৮ জুন : করোনা সংক্রমণ রোধে রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ। এবার ১৫ জুলাই পর্যন্ত চলবে রাজ্যে বিধিনিষেধ। তবে ছাড় মিলবে বহুক্ষেত্রে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যবসায়ী সংগঠনগুলির কথা মাথায় রেখে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখায় অনুমতি দিয়েছে রাজ্য সরকার। অন্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, ৭ ঘণ্টা সেলুন, পার্লার খোলা রাখা যাবে। তবে সেখানেও ৫০ শতাংশ গ্রাহক প্রবেশে অনুমতি। জিম গুলিকেও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।এদিকে বিয়ের অনুষ্ঠানবাড়িতে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত অতিথি উপস্থিত থাকতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তবে সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন। তাছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া অন্য কারণে বাইরে বেরনোর উপর নিষিদ্ধাজ্ঞা জারি থাকছে।এছাড়াও বেসরকারি বাস ও সরকারি বাস চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ যাত্রী থাকতে হবে। মাস্ক ও কোভিডবিধি বাধ্যতামূলক। কিন্তু আগামী ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধই থাকবে।এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করেন যে সরকারি এবং বেসরকারি অফিস এবার থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে। আগে ২০ শতাংশ কর্মী নিয়ে সরকারি এবং বেসরকারি অফিস খোলার অনুমতি দিয়েছিল রাজ্য। এদিকে সরকারি দফতর খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
আরও খবর পড়ুন : করোনা মহামারীর জেরে টি ২০ বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে
