fbpx

লাখের ঘরে পৌঁছোলো করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক , ০৫ এপ্রিল : করোনার ভ্রুকুটি ক্রমশই প্রকট হচ্ছে দেশজুড়ে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষ। গতকালের তুলনায় এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০ হাজার। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দেশে এই প্রথম এক লক্ষ পেরোল সংক্রমিতের সংখ্যা।

রাজ্যে করোনা সংক্রমণ ছড়ানোর শুরু থেকেই ভঙ্কর পরিস্থিতি ছিল কলকাতা ও উত্তর ২৪ পরগনার। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় আক্রান্ত ১,৩৫,৬৩৭ জন। মৃত ৩,১৩০ জন।অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৪৬২ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১,২৭,৫৫৩ জন। মৃত ২, ৫৩৭ জনের।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২ হাজার ৮৪৭ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬০ হাজার ৪৮ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। দেশে সুস্থতার হার ৯২ দশমিক ৮০ শতাংশ। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২২২ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের গতিতে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে, মহারাষ্ট্রে জারি করা হল ১৪৪ ধারা।

সকাল সাতটা থেকে রাত ৮টা পর্যন্ত একসঙ্গে ৫ জনের বেশি জমায়েত হওয়া যাবে না।২০১৯ সালের শেষ দিক থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস (COVID-19)। চলতি বছরের প্রথমদিকে সামান্য আশার আলো দেখা গিয়েছিল। বাজারে কোভিড টিকা আসার পরই মনে করা হচ্ছিল এবার হয়তো মহামারীর শেষ! কিন্তু কোথায় কী! প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমজনতার উদাসীনতার খেসারত দিচ্ছে গোটা দেশ। স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের রিপোর্ট বলছে, একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। ফলে দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ৮২ হাজার ১৩৬জন। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক, সেখানে একদিনে কোভিডজয়ীর সংখ্যা মোটে ৫২ হাজার ৮৪৭ জন। ফলে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা বেড়ে হল ৭ লক্ষ ৪১ হাজার ৮৩০ জন।

Next Post

ছত্তিশগড়ে মাও হামলা নিয়ে প্রশ্নের মুখে গোয়েন্দারা, কী করে মাওবাদীদের হামলার মুখে পড়ল জওয়ানরা?

Mon Apr 5 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক , ০৫ এপ্রিল : ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে জওয়ানদের উপর মাওবাদী হামলার ঘটনায় গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই দাবি উড়িয়ে দিয়ে সিআরপিএফের (CRPF) শীর্ষকর্তা কুলদীপ সিং জানিয়ে দিলেন, কোনও গোয়েন্দা বা অভিযান সংক্রান্ত […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!