নিউজ ডেস্ক, ১৪ নভেম্বর : বিনা প্ররোচনায় শুক্রবার ব্যাপক গোলাবর্ষণ করে হামলা চালায় পাকিস্তান। ঘটনায় জম্মু-কাশ্মীর সীমান্তে ৫ জওয়ান ও বেশকয়েকজন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। এঘটনায় পাল্টা ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের বেশকয়েকটি বাঙ্কার উড়ে গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন পাক সেনার মৃত্যু হয়েছে। অন্তত ১৬ জন পাক সেনা জওয়ান আহত হয়েছে বলে খবর৷ ঘটনায় ভারতের রাষ্ট্রদূত কে তলব করেছে ইসলামাবাদ৷
শুক্রবার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীর সীমান্তের উরি সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ করে পাকিস্তান। সীমান্তরেখা বরাবর উরি এবং গুরেজ সেক্টরে দিনভর চলেছে দু’পক্ষের গোলাগুলি। ঘটনায় ভারতের বেশকয়েকজন সেনা জওয়ান শহিদ হয়েছেন। এছাড়াও কয়েকজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। দীপাবলির আগে পাকিস্তানের এই অশান্তি পাকানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ভারত৷ ভারতীয় সেনার পালটা মারে রাত পর্যন্ত ১১ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি যে ১৬ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানেভারতের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামাবাদ। ঘটনার দায় ভারতের উপর চাপানোর চেষ্টা করছে তারা। সব মিলিয়ে দীপাবলিতে উত্তপ্ত দু’দেশের সীমান্ত।