নিউজ ডেস্ক : সার্ভারের লিঙ্ক সমস্যায় জর্জরিত ডাক বিভাগের গ্রাহকেরা। ঘটনায় যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে রায়গঞ্জে। ঘটনাস্থল রায়গঞ্জের সুদর্শনপুর উপ ডাকঘর। এই ডাক অফিসে রোজ বহু মানুষ আসেন পরিষেবা নিতে। আর্থিক লেনদেনের পাশাপাশি গুরুত্বপূর্ন নথি আদান প্রদান সহ যাবতীয় কাজ সম্পন্ন হয় এখানে। রায়গঞ্জ শহরের একাংশ মানুষ এর উপর নির্ভরশীল।
আরও পড়ুন হিমঘরের বাইরে বাড়ছে আলুর গাড়ির সংখ্যা
এমন একটি গুরুত্বপূর্ণ বিভাগে লিঙ্ক সমস্যার জেরে ২ দিন থেকে ব্যহত হয়ে পরেছে যাবতীয় কাজকর্ম। সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয় এই সমস্যা। অনিয়মিত সার্ভার সংযোগের কারনে ব্যাঘাত ঘটে গুরুত্বপূর্ণ নানান কাজে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও শেষে খালি হাতেই ফিরতে হয় গ্রাহকদের। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও একই ছবি লক্ষ্য করা যায়। সকাল থেকে নির্দিষ্ট সময়ে অফিস খুললেও সার্ভারে লিঙ্ক না থাকায় হয়রানির শিকার হন গ্রাহকরা।
আরও পড়ুন কালিয়াগঞ্জে জমিতে বিদ্যুৎবাহী তাড়ের সংস্পর্শে ষাঁড়ের মৃত্যু
সমস্যার কথা স্বীকার করেছেন উপ ডাক আধিকারিক দীপন সরকার। তিনি জানান, ২ দিন থেকে সাধারন মানুষ ভুগছেন। সমস্যায় পরছে কর্তৃপক্ষ। কবে এই সমস্যার সমাধান হবে তা বলতে পারেননি দীপন বাবুও।