নিউজ ডেস্ক , ১৫ ডিসেম্বর : করোনা সংক্রমণ এখনও অব্যাহত। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। যদিও করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী ৷ এই পরিস্থিতিতে সুরক্ষিত ও নিরাপদ করোনা প্রতিষেধক বা ভ্যাকসিন খোঁজে গোটা বিশ্ব ৷ তবে ভারতে বেশকয়েকটি করোনা প্রতিষেধক তৈরির কাজ চলছে ৷
কোন প্রতিষেধক কতদিনে তৈরি হতে পারে তা সরেজমিনে খতিয়ে দেখতে সম্প্রতি প্রতিষেধক তৈরির সংস্থা ও ল্যাব পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, করোনা সংক্রমণ রুখতে গণটিকাকরণের জন্য নীতি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রথম দফায় ৩০ কোটির মতো নাগরিককে সেই টিকা দেওয়ার পরিকল্পনা করেছে৷ ফাইজার,সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক, কোভিড ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য সরকারের অনুমোদন চেয়েছে। এই ছাড়পত্র পেলেই টিকাকরণের কাজ শুরু হবে জানা গেছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ছাড়াও সামনের সারির করোনা যোদ্ধা এবং ৫০ বছর উর্দ্ধ নাগরিকরা প্রথমে টিকা পাবেন। দ্বিতীয় পর্যায়ে পাবেন ৫০-এর কম বয়সীরা যাদের কো-মর্বিডিটি রয়েছে। শেষে সাধারণ নাগরিকদের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷