নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : রাজধানী দিল্লির আলো ও তুষারে ঢাকা হিমালয়ের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে অপূর্ব এক ছবি, যা ইতিমধ্যে মন কেড়েছে নেটিজেনদের। বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাসা-র তোলা এই ছবি।
হিমালয়ের এই ছবি পোস্ট করে নাসার সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “মন মুগ্ধ করা হিমালয়ের সৌন্দর্য ৷ যা কিনা আমাদের এক সদস্য তুলেছে ৷”
বরাবরই হিমালয়ের সৌন্দর্য নাসার ক্যামেরায় নানাভাবে ধরা পড়ে ৷ তবে এবারটি যেন অন্যরূপ ৷ পাশে দিল্লি শহর জুড়ে আলো এবং হিমালয়ের বরফ ঘেরা সৌন্দর্য যেন এই ছবিকে এক অালাদা মাত্রা দিয়েছে৷ ছবিটি নাসার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে আপলোড হতেই নিমেষে তা ভাইরাল হয়ে যায়। যদিও অনেকে এই ছবির মধ্যে ভারত-পাকিস্তানের সীমান্ত রেখাকেও খুঁজে পেয়েছে ৷