নিউজ ডেস্ক , ৬ সেপ্টেম্বর : আগামী ১৭-ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা। একই দিনে পড়েছে মহালয়ার তিথি। আর এই দিনেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের (Birendrakrishna Bhadra) স্তোত্রপাঠে ঘুম ভাঙবে বাঙালীর।
ঐ দিন সকালেই আকাশবানীতে সম্প্রচারিত হবে বাঙালীর চিরকালীন আবেগ “মহিষাসুরমর্দিনী “। প্রায় ১৯ বছর পর আশ্বিন মাসে দুর্গাপূজা হচ্ছে না। কারন এবছর শাস্ত্রমতে আশ্বিন মাস মলমাস।
মলমাসে কোনো শুভকাজ হয় না। ফলে দুর্গাপূজা এবছর অনুষ্ঠিত হবে কার্তিক মাসে। সেই মতে দ্বিতীয় মহালয়া হওয়ার কথা অক্টোবর মাসের ১৬ তারিখে। কারন ২২-শে অক্টোবর ষষ্ঠী। এবছর দুবার মহালয়া থাকায় অনেকেই দাবী জানিয়েছিলেন দুদিনই আকাশবাণী তে ” মহিষাসুরমর্দিনী ” সম্প্রচারিত হোক।
তবে আকাশবানী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ” মহিষাসুরমর্দিনী এবছর ১৭-ই সেপ্টেম্বর সম্প্রচারিত হবে। কারন এর সাথে অনেক মিথ, আবেগ জড়িয়ে আছে। এর মর্যাদা অপরীসীম। দ্বিতীয় মহালয়া অর্থাৎ ২২-শে অক্টোবর দ্বিতীয় বার প্রচারিত হবে না এই অনুষ্ঠান। তবে ২২-শে সেপ্টেম্বর উত্তমকুমারের কন্ঠে” দেবীদুর্গতিহারিনী” শুনতে পারবেন বাঙালী।
আরও পড়ুন : করোনা আবহে ডি এন এ এবং এন এ পরীক্ষা শুরু হল, পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেন রেলের