নিউজ ডেস্ক, ১৪ জুন : মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই প্রকাশ্যে আসছে বিজেপির অন্তর্কলহ। নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করা নেতাদের “ট্রয়ের ঘোড়া” বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়।
এবারে তাঁর সেই মন্তব্যেরকড়া ভাষায় সমালোচনা করলেন দলেরই সাংসদ স্বপন দাশগুপ্ত।এই পরিপ্রেক্ষিতে সোমবার তিনি একটি টুইট করেন। টুইটে তিনি লেখেন, “বাংলায় ২০১৯-এর মে মাসের পর যাঁরা বিজেপি-তে যোগ দিয়েছিলেন, তাঁদের সকলকে ট্রয়ের ঘোড়া হিসেবে দেখা অন্যায়। নবাগতদের অনেকেই অন্তরিক ভাবে ভোটে অংশ নিয়েছিলেন। কোনও পরিস্থিতিতেই তাঁদের অবাঞ্ছিত বোধ করানো উচিত নয়। রাজনীতি বাদ দেওয়ার খেলা নয়। খারাপ সময়ে পাশে থাকতে হয় এবং নতুন নেতা তৈরি করতে হয়।”মুকুল রায় ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছে। এরপরই পদ্ম ছাড়তে মরিয়া বহু নেতা, নেত্রী। অমল আচার্য, সোনালি গুহ, সরলা মুর্মু, দিপেন্দু বিশ্বাসরা চিঠি দিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ও বিজেপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। উল্টো সুর সব্যসাচী দত্তেরও। এই পরিস্থিতিতে দলে নবাগতদের কেন প্রাধান্য দেওয়া হল- তা নিয়ে বিজেপির অন্দরে তীব্র বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
শনিবার মুকুল রায়ের তৃনমূলে যোগদানের পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, ক্ষমতালোভীদের রাখবে না দল৷ বিজেপিতে থাকতে গেলে অনেককিছু ত্যাগ করতে হবে। এই প্রসঙ্গে ফের সোমবার তিনি মন্তব্য করেন, “চর্বি বেশি হলে দেখতে ভালো লাগে না, চর্বি ঝরে গেলেই ভালো।”