কালিয়াগঞ্জ , ১৪ আগস্ট : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী সরকারি একটি বাস। জানা গিয়েছে, শনিবার বেলা ১১ টার দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই বাসটি রায়গঞ্জ থেকে যাত্রী নিয়ে বালুরঘাট যাচ্ছিল। সেই সময় কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে পৌঁছালে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার লক্ষ্য করেন বাসের নীচে আগুন ধরেছে৷
ধোঁয়াও বের হচ্ছে। তৎক্ষনাৎ বাসটিকে থামিয়ে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ততক্ষণে বাসের স্টিয়ারিং এর সামনে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা বাস। আতংকে বাস থেকে তড়িঘড়ি বাইরে নেমে আসেন যাত্রীরা। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেভানো হয় আগুন। যাত্রীরা বলেন, ওই সিভিক ভলান্টিয়ার না দেখলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। বাসের চালক সুব্রত ব্যানার্জি জানিয়েছেন, সোয়া ১১ টা নাগাদ রায়গঞ্জ ডিপো থেকে কিছু যাত্রী নিয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি৷ কালিয়াগঞ্জে এসে পৌঁছালে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর সিভিক ভলান্টিয়াররা বিষয়টি দেখে দমকল কর্মীদের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন সামান্য আহত হয়েছে এই ঘটনায়।