রায়গঞ্জ, ২৭ অক্টোবর : অবশেষে সব জল্পনার অবসান। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। বুধবার কলকাতায় কৃষ্ণ বাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিকে কলকাতায় যখন কৃষ্ণ বাবু তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিচ্ছেন তখন রায়গঞ্জে বিধায়কের দলীয় কার্যালয়ের সামনে সবুজ আবীর নিয়ে আনন্দে মেতে ওঠেন কৃষ্ণবাবুর অনুগামীরা।
উল্লেখ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রথমবারের জন্য ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন কৃষ্ণ কল্যানী। কিন্তু মাসখানেক যেতেই রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর সাথে বিবাদ শুরু হয় কৃষ্ণ বাবুর। সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষ্ফোরক অভিযোগ আনেন কৃষ্ণ বাবু। এরই পরিপ্রেক্ষিতে শোকজ করা হয় তাকে। কিন্তু এরপরেই দল থেকে পদত্যাগ করেন তিনি। শেষপর্যন্ত বুধবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কৃষ্ণবাবু। কৃষ্ণবাবু তৃণমূলে যোগ দেওয়ায় উত্তর দিনাজপুর জেলাতে বিজেপি বিধায়কের সংখ্যা শূণ্যতে নেমে এলো। এদিন কৃষ্ণবাবুর তৃণমূলে যোগ দেওয়ার খবর সামনে আসতেই সবুজ আবীর নিয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন তার অনুগামীরা। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কৃষ্ণ বাবুকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার। তিনি বলেন বিজেপি দলে সুস্থ্য, স্বাভাবিক কোনো মানুষ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি দলে এসেছেন। উন্নয়নের কাজ করতে সুবিধা হবে তার পক্ষে। অন্যদিকে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী টেলিফোনে জানান,” কৃষ্ণবাবুর সঙ্গে কেউ ষড়যন্ত্র করেন নি। উনি তৃণমূলে যাবেন ঠিক করেই নিয়েছিলেন। উনি রায়গঞ্জ বাসীর সাথে বিশ্বাস ঘাতকতা করলেন। অন্যদিকে কলকাতা থেকে টেলিফোনে আর সি টিভি সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী।