নিউজ ডেস্ক , ১২ নভেম্বর : ‘আত্মনির্ভর ভারত রোজগার যোজনা’ নামে নতুন প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২০ সালের অক্টোবর মাসের পর যে সমস্ত সংস্থা নতুন কর্মী নিয়োগ করবে বা পুরনো যেসমস্ত কর্মীর ইপিএফও অন্তর্ভুক্ত ছিল না তাঁদের ইপিএফও আওতায় আনতে হবে সেই সব সংস্থাদের৷ এতে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবে সংস্থাগুলো।
যে সমস্ত সংস্থায় কর্মী সংখ্যা এক হাজারের কম, সেই সংস্থায় নতুন কর্মীদের ইপিএফওর ২৪ শতাংশ খরচ কেন্দ্র বহন করবে। পাশাপাশি যে সমস্ত সংস্থায় কর্মী সংখ্যা এক হাজারের বেশি, সেই সব সংস্থার শুধুমাত্র কর্মীদের ভাগের ১২ শতাংশ অর্থ কেন্দ্র দেবে। বাকিটা সংস্থাকে বহন করতে হবে। এই নিয়ম আগামী ২ বছর পর্যন্ত কার্যকর থাকবে। ফলে বেসরকারি সংস্থাগুলি আরও বেশি মানুষকে রোজগার দেওয়ার উৎসাহ পাবে বলে দাবি করেছে কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন বলেন এবছর করোনা আবহের মধ্যেও জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে৷ মানুষের মধ্যে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যদিও কেন্দ্রের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ কেন্দ্রের ভ্রান্ত নীতির ফলে অর্থনীতির বেহাল অবস্থা। জিডিপি তলানীতে এসে ঠেকেছে। যুবদের হাতে কাজ নেই। এমনকি বাজারে জিনিসপত্রের দাম আগুন। পেট্রোপণ্যের দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে রাখা হয়েছে৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের এই দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা ৷