নিউজ ডেস্ক , ২৭ নভেম্বর : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর মাঠে নামতে চলেছে যুযুধান দু’পক্ষ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফুটবল মহলে এখন সে নিয়ে জল্পনা। একদিকে এস সি ইস্টবেঙ্গল আর অন্যদিকে এটিকে মোহনবাগান। শেষ মুহূর্তে চমকের অপেক্ষায় লাল হলুদ এবং সবুজ মেরুন দুই শিবিরই।
গতবারে লীগ চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। এবারে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এটিকে মোহনবাগান। তাদের কোচ আন্তোনিও হাবাস। বেশকিছু যুব তারকা ফুটবলার নিয়ে তৈরি করেছেন তার এটিকে মোহনবাগান কে। যদিও প্রথম ম্যাচ থেকে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচে ১-০ জয় ছিনিয়ে নিয়েছে হাবাসের এটিকে মোহনবাগান। যদিও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না হলে আরো বড় ব্যবধানে জিততে পারতো তার দল। শুক্রবারের ম্যাচে কি করতে পারে তার দল তা দেখার অপেক্ষায় মোহন প্রেমিরা।যদিও অপরদিকে পিছিয়ে নেই এস সি ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার বেশ কিছু চমক দিতে পারেন। বেশকিছু বিশ্বমানের ফুটবলারকে নিয়ে তৈরি করেছেন তার দল। গোলকিপার দেবজিত মজুমদার, ডিফেন্ডার গুর্তেজ সিং, লালরাম চুলোভা, মিলন সিং ফরওয়ার্ড সি কে বিনীত, হরমনপ্রীত সিং সহ বিশ্বমানের তারকার রয়েছে এস সি ইস্টবেঙ্গলে। ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সন্ধ্যে ৭ টা ৩০ মিনিটে, পাশাপাশি ডিজনি প্লাস হটস্টার এবং জিও টিভিতেও ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ম্যাচ শুরুর আগে শেষ মুহূর্তে উন্মাদনার পারদ চড়ছে ইস্ট-মোহন দুই শিবিরেই।