নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : ভুয়ো আন্তর্জাতিক কলসেন্টার খুলে হাজার হাজার বিদেশি নাগরিককের কোটি কোটি টাকা প্রতারণার দায়ে ৫৪ জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের বিশেষ সাইবার ক্রাইম ইউনিট। জানা গিয়েছে দিল্লিতে আন্তর্জাতিক একটি কল সেন্টার চালানো হচ্ছিল দীর্ঘদিন ধরেই।
সেই কলসেন্টারটিকে দুবাইয়ে বসে তদারকি করত এক মাস্টারমাইন্ড৷ আন্তর্জাতিক এই কল সেন্টারের মাধ্যমে গোটা বিশ্বের প্রায় সাড়ে চার হাজার নাগরিক কোটি কোটি টাকা খুঁইয়েছেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই দিল্লি পুলিশের কাছে অনেকেই ই-মেইলে তাঁরা অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে দিল্লি পুলিশের বিশেষ সাইবারক্রাইম ইউনিটের দুঁদে আধিকারিকরা। দিল্লিতে একটি গোপন ডেরায় তল্লাশি অভিযান চালিয়ে ওই ভুয়ো আন্তর্জাতিক কল সেন্টারটি সিল করে দেওয়ার পাশাপাশি সেখানে কর্মরত ৫৪ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশের সাইবার সেলের ডিএসপি অনীশ রায় জানিয়েছেন,আন্তর্জাতিক কল সেন্টারটি ৯০ থেকে ১০০ কোটি টাকা হাতিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে চার হাজার বিদেশি নাগরিক। এই ঘটনায় ৫৪ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দুবাই বসেই এই কলসেন্টারটি পরিচালনা করত এক মাস্টারমাইন্ড। গোটা ঘটনার তদন্ত চলছে।