পাকা রাস্তার নির্মাণ কাজের সূচনা, খুশি এলাকাবাসীরা

পাকা রাস্তার নির্মাণ কাজের সূচনা, খুশি এলাকাবাসীরা

মানিকচক, ১৭ আগস্ট : পাকা রাস্তার নির্মাণ কাজের সূচনা হলো মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম নারায়নপুর এলাকায়। মঙ্গলবার এই রাস্তার নির্মাণকাজের সূচনা করেন মানিকচক এর বিধায়ক সাবিত্রী মিত্র। প্রায় চার কোটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এই রাস্তাটি নির্মিত হবে। বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার নির্মাণ কাজের সূচনা করলো বিধায়ক। মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম নারায়নপুর এলাকায় কয়েক হাজার পরিবারের যোগাযোগের রাস্তা কাঁচা দীর্ঘদিন ধরে। রাস্তা কয়েক দশক ধরে বেহাল অবস্থায় থাকায় বারবার দাবি তুলেছে সাধারণ মানুষ সরকারের কাছে পাকা রাস্তা নির্মাণের। অবশেষে মালদা জেলা পরিষদের উদ্যোগে তৈরি হতে চলেছে প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দে ৬ কিলোমিটার পাকা রাস্তা। এদিন পশ্চিম নারায়নপুর এমএসকে স্কুল থেকে পশ্চিম নারায়ন হাইস্কুল পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক সাবিত্রী মিত্র। মঙ্গলবার বিকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই রাস্তার শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল হক, মানিকচক থানার আইসি অক্ষয় পাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ও বিভিন্ন জনপ্রতিনিধিরা। ফিতে কেটে রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক সাবিত্রী মিত্র ও মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল হক। এই বিষয়ে মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র জানান, স্বাধীনতার পরে পশ্চিম নারায়নপুরে রাস্তা কাজ কখনো হয়নি। এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা জেলা পরিষদের ব্যবস্থাপনায় প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে পাকা রাস্তা হতে চলেছে। যোগাযোগের ব্যবস্থা ঠিক হলে এলাকার উন্নয়ন দ্রুত হবে।

Next Post

বিভিন্ন পুরসভায় প্রশাসক বোর্ডে চেয়ারপার্সন রদবদল

Wed Aug 18 , 2021
বালুরঘাট , ১৮ আগস্ট : বিশিষ্ট শিক্ষক হরিপদ সাহাকে সরিয়ে বালুরঘাটের বিশিষ্ট আইনজীবী শেখর দাশগুপ্তকে বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পদে নিয়োগ করল রাজ্য সরকার। বুধবার বালুরঘাট পৌরসভায় গিয়ে শেখর দাশগুপ্ত হরিপদ সাহার কাছ থেকে বালুরঘাট পৌরসভার চেয়ারপার্সনের পদভার গ্রহণ করেন। এদিন এই দায়িত্ব হস্তান্তরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার […]

আপনার পছন্দের সংবাদ