নিউজ ডেস্ক : অবশেষে খুশির হাওয়া সি এস কে শিবিরে। ভারতীয় দলের ২ খেলোয়াড় সহ শিবিরের যে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছিল, ফের করোনা পরীক্ষা হলে মঙ্গলবার তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। সকলে করোনামুক্ত হলেও অনুশীলনে এখনই মাঠে নামতে পারবে না সি এস কে র শিবির। বৃহস্পতিবার ফের তাদের করোনা পরীক্ষা হবে। সেক্ষেত্রে করোনা রিপোর্ট নেগেটিভ হলেই আগামী ৫ ই সেপ্টেম্বর থেকে অনুশীলনে নামবেন তারা।
উল্লেখ্য, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার সহ ১৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় নিজের সন্তান দের সুরক্ষার কথা ভেবে দেশে ফিরে আসেন রায়না। রায়না দেশে ফিরে আসায় তার জায়গায় কে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তা ভাবাচ্ছে সি এস কে শিবিরকে। ইতিমধ্যেই সকলের রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্বস্তির হাওয়া শিবিরে। রায়নার পরে চেন্নাই শিবিরের আরো এক ভারতীয় ক্রিকেটার নিজের নাম ২০২০ আই পি এল থেকে প্রত্যাহার করে নিতে পারে বলে সূত্রের খবর। অপরদিকে মঙ্গলবার শিবিরে যোগ দেন দুই তারকা ক্রিকেটার ফ্যাফ ডুপ্লেসিস ও এনগিডি। এদিন পৌঁছে তারা দুজনেই হোম আইসোলেশনে চলে যান। ছয় দিনের আইসোলেশনে থাকতে হবে তাদের। এর মাঝে তিনবার হবে কোভিড টেস্ট। ফল নেগেটিভ এলে তবেই ছাড়পত্র মিলবে প্রস্তুতির।