নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ৯ সেপ্টেম্বর : সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছেন উত্তর দিনাজপুর জেলার প্রতিবন্ধীরা । ১০ ই সেপ্টেম্বর দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে তারা পথ অবরোধ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সাংগঠনিক যে সমস্ত দাবি রয়েছে তার মধ্যে দুটি দাবি অতি গুরুত্বপূর্ণ। একটি হলো কালিয়াগঞ্জের চান্দোল বাজারে প্রতিবন্ধীদের জমি বেদখল করে নেওয়া হয়েছে অনেকদিন আগে।
এ ব্যাপারে জেলা প্রশাসনকে জমি পুনরুদ্ধারের ব্যাপারে বলা হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এমনকি যে সমস্ত প্রতিবন্ধীরা রয়েছেন তাদের সঠিকভাবে ভাতা না দেওয়া এবং শংসাপত্র প্রদান নিয়ে প্রশাসনিক যে হয়রানির ঘটনা ঘটছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। এমনটাই জানিয়েছেন রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা সহ-সম্পাদক উত্তম গুহ।
আরও পড়ুন – বঞ্চনার প্রতিবাদে লেবার কমিশনের অফিসে বিক্ষোভ নির্মাণ শ্রমিকদের