নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ, ১৪ এপ্রিল : রায়গঞ্জ শহরের প্রশিক্ষণরত ক্রিকেট খেলোয়াড়দের জন্য আধুনিক মানের পিচ তৈরির উদ্যোগ নিল রায়গঞ্জ টাউন ক্লাব।
এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ওই পিচের উপর শেড তৈরির কাজ শুরু হয়েছে। শুধু উত্তর দিনাজপুর জেলার নয় বাইরের জেলার ছেলেরাও এই পিচে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে পারবে। এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি জেলার ক্রীড়া মহল। জেলার খেলাধুলার অগ্রগতিতে টাউন ক্লাব দীর্ঘ দিন ধরেই তাদের সক্রিয়তা দেখিয়ে আসছে। এই জানা গিয়েছে, এই পিচে 6 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা অনুশীলন করতে পারবে। রোদ-ঝড়-জল বৃষ্টিতেও যাতে খেলোয়াড়দের প্রশিক্ষণের কোনো অসুবিধা না হয় সেজন্য তার উপর শেডের ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন প্রথম ধাপে ৫০ জন খুদে খেলোয়াড় নিয়ে এই পিচে কোচিং শুরু করা হবে। আগামী জুন মাস থেকে এই ক্যাম্পটি চালু করার চিন্তাভাবনা রয়েছেক্লাবের।