নিউজ ডেস্ক , ১৩ ডিসেম্বর : সকল কেরলবাসীকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে একেবারে বিনামূল্যে। রাজ্যের সকল বাসিন্দাদের জন্য এই খুশীর খবর ঘোষণা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চলতি বছরের মার্চ মাসে দেশের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকে করোনা প্রকোপ। গোটা দেশের মধ্যে কেরলই প্রথম রাজ্য যে করোনা প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছিল।
করোনা নিয়ন্ত্রণে মডেল হিসেবে কেরলকে তুলে ধরা হয়েছিল গোটা দেশের মধ্যে। তবে ওনাম উৎসবের পর করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ ভারতের এই রাজ্যে।প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে আক্রান্ত হতে থাকেন এখানে। পাল্লা দিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, কেরলে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার ছাড়িয়েছে। সেরাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২,৫৯৪।সংক্রমণে লাগাম টানতে একাধিক পদক্ষেপ করছে কেরল সরকার। যদিও কেরলের বর্তমান সংক্রমণ পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।এরই মাঝে ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, কেন্দ্রের হাতে করোনার ভ্যাকসিন এলে পরেই নির্দিষ্ট টিকাকরণ কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে রাজ্যের সকল বাসিন্দাদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। টিকা প্রদানের ক্ষেত্রে যাবতীয় ব্যয়ভার কেরল সরকার বহন করবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।