আরসিটিভি সংবাদ : ভালোবাসার রং লাল। বিপ্লবের রং? সেটাও তো লাল। কিন্তু হিংসার রঙে যতই রক্ত লাল হোক চারিপাশ, তা কিন্তু আসলে নিকশ কালো অন্ধকার।
যার সাক্ষী ২০১৯ সালের ভালোবাসা উদযাপনের দিনটি। সেদিনের কাশ্মীর উপত্যকায় পুলওয়ামা অ্যাটাক নিমেষে বদলে দিয়েছে লাল গোলাপের মানে। ভালবাসার লাল গোলাপের সুবাস নয়, শহিদের রক্তে রাঙা হয়ে ওঠে ভূস্বর্গের পুলওয়ামার মাটি। আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। প্রেমদিবসের রঙিন আবহেই তৈরি হয় তীব্র শোকের ছায়া।
আরও পড়ুন – মহার্ঘ আমের ছোঁয়া পেতে চলেছে বঙ্গবাসী
সেদিন আড়াই হাজারেরও বেশি সিআরপিএফ জওয়ান ৭২ টি গাড়ির কনভয় নিয়ে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল। সেই কনভয়ের মাঝেই বিস্ফোরক বোঝাই গাড়ি ঢুকিয়ে দেয়এক জঙ্গি। আত্মঘাতী হামলায় বিস্ফোরনের জেরে ছিন্নভিন্ন হয়ে যায় জওয়ানদের শরীর।
আরও পড়ুন – কোচবিহার আদালতের মালখানায় উদ্ধার গ্রেনেড!
পোড়া মাংসের গন্ধ, কালো ধোঁয়ায় ও চোখের জলে ভাসে ভালেন্টাইনের ভালোবাসার দিন।তবে ভালোবাসার কালো সেই দিবসের ১২ দিন পরেই পাকিস্তান সীমান্তের বালাকোটে এয়ারস্ট্রাইক চালায় ভারত। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, সেই প্রত্যাঘাতে মৃত্যু হয়েছিল সাড়ে তিনশোরও বেশি জঙ্গির। তাই ২০১৯ সালের সেই দিনের পর থেকেই এদেশের মানুষের কাছে ভালেন্টাইন ডে শুধু ভালোবাসা নয়, শোকের দিনও বটে।