নিউজ ডেস্ক, ১১ ডিসেম্বর : নতুন বছরে দেশে আসতে চলেছে ফাইভজি পরিষেবা৷ ইন্টারনেট দুনিয়ায় যুগান্তকারী এই উন্নত পরিষেবা আনছে রিলায়েন্স জিও (Reliance Jio) গোষ্ঠী।
দেশে কারা আগে উন্নত ফাইভজি পরিষেবা শুরু করবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই ঠান্ডা লড়াই চলছিল জিও ও এয়ারটেলের মধ্যে। ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল জানিয়েছেন, তাঁরা ভারতে আগামী দু’-তিন বছরের মধ্যে ফাইভজি পরিষেবা শুরু করতে পারেন। সংস্থার চিফ এগজিকিউটিভ গোপাল ভিত্তলের দাবি, খুব তাড়াতাড়ি ফাইভজি পরিষেবা শুরুর পক্ষে সবচেয়ে বড় বাধা হল বিপুল ব্যয় ভার বহন। ফলে আসন্ন নতুন বছরে এয়ারটেল গোষ্ঠী যে ফাইভজি পরিষেবা আনতে পারছে না তা তাদের কথাতেও স্পষ্ট। অন্যদিকে মুকেশ আম্বানি বলেন, ফাইভজি পরিষেবা শুরু করে ভারতে ইতিহাস তৈরি করতে চলেছে রিলায়েন্স জিও-ই।ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০’র অধিবেশনে মুকেশ আম্বানি জানিয়ে দেন আগামী বছরেই তাঁর সংস্থা দেশে ফাইভজি পরিষেবা আনতে চলেছে। তাঁর আশা, এই পরিষেবা শুরু হলে ‘আত্মনির্ভর’ হওয়ার পথে আরও একটা ধাপ এগোবে দেশ। জিও এই ঘোষণায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে তার প্রতিদ্বন্দ্বীরা। টেলি সংস্থায় টিকে থাকতে গেলে পরিকাঠামো ও পরিষেবা উন্নত করা খুব প্রয়োজন৷ না হলে গ্রাহক কমতে শুরু করলে ব্যবসা লাটে উঠতে বেশিদিন সময় নেয় না। আর তাই গ্রাহকদের ধরে রাখতে সবাইকে পেছনে ফেলে ফাইভ জি পরিষেবা চমক দিতে চলেছে রিলায়েন্স জিও৷ এখন দেখার কবে সেই আকাঙ্ক্ষিত পরিষেবা দেশে চালু হয়৷