রতুয়া, ৬ আগস্ট : এক যুবককে থানায় ডেকে মারধরের পাশাপাশি মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় মালদার রতুয়া থানার কর্তব্যরত ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মালদা জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।
যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার।জানা গিয়েছে, রতুয়ার রুকুন্দিপুর এলাকার বাসিন্দা মীর রাজু আলী। রতুয়া-১ নম্বর ব্লকের বিডিও অফিসের অস্থায়ী কর্মী তিনি। দু বিঘা জমি নিয়ে প্রতিবেশীর সাথে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে তার। বিষয়টি বিচারাধীন রয়েছে হাইকোর্টে। ওই ব্যক্তির অভিযোগ, সেই মামলায় বিরোধীপক্ষের হয়ে কাজ করছে ওই পুলিশ আধিকারিক। জমির কাগজপত্র নিয়ে থানায় ডেকে তাকে মারধর করা হয়। প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেন রেজাউল করিম নামে ওই সাব-ইন্সপেক্টর। এব্যাপারে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই ব্যক্তি। এবিষয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন : দীর্ঘদিন পর খুলল সিনেমা হল, খুশি কর্মীরা