নিউজ ডেস্ক, ০২ ডিসেম্বর : বলিউড জগতের পরিচিত মুখ তথা সংগীতশিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গার্লফ্রেন্ড শ্বেতা আগরওয়ালের সাথে। মুম্বাইএর ইসকন মন্দিরে বিয়ের অনুষ্ঠান হয়।
করোনভাইরাস মহামারী প্রাদুর্ভাবের কারণে শুধুমাত্র পরিবার এবং নিকটাত্মীয় ও বন্ধুদের সাথে রেখে সাত পাকে বাধা পড়ে এই প্রেমিক যুগল। আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। ২০১০ সালের ‘শাপিত’ ছবিতে একসঙ্গে কাজও করেছেন এই জুটি। কিংবদন্তি গায়ক উদিত নারায়ণের জন্মদিনেই বিয়ে করলেন আদিত্য ও শ্বেতা। সেই ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।