নিউজ ডেস্ক , ১৩ অক্টোবর : আজ ভারতের কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের জন্মদিন। আজকের দিনেই ১৯১১ সালে বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত এই অভিনেতা। পুরো নাম অশোক কুমার গঙ্গোপাধ্যায় হলেও রুপোলি পর্দার অশোক কুমার নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। যদিও বাড়িতে মজা করে তাঁকে দাদামণি নামে ডাকা হত৷ ছোটবেলা থেকেই নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে অভিনয় করতে দেখা যেত অশোক কুমারকে।
কিশোর বয়সেই অসামান্য অভিনয় দক্ষতায় তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বাই নগরীতে। ১৯৩০-এর দশকে মুম্বাইয়ের বৃহৎ চলচ্চিত্র স্টুডিও বোম্বে টকিজের ল্যাবরেটরি সহকারীরূপে কাজের সুযোগ মেলে৷ এরপর মেলে ছবিতে অভিনয় করার সুযোগ।তারপর আর পেছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে অসংখ্য ছায়াছবিতে কাজ করেছেন প্রখ্যাত এই অভিনেতা ৷ চলতিকা নাম গাড়ি, মহল, কিসমত সহ অজস্র হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ১৯৮৮ সালে ভারত সরকার কর্তৃক চলচ্চিত্র কলা-কুশলীদের জন্য প্রণীত সর্বোচ্চ জাতীয় সম্মাননা হিসেবে বিবেচিত দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়াও, ১৯৯৯ সালে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পদ্মভূষণ পদকে ভূষিত করা হয় তাঁকে তিনি। ভারতের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন হলেন অশোক কুমার।